• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৭:০৯ পিএম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজি-অটোরিকশা ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, মঙ্গলবার সকালে নোয়খালী থেকে লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের ওপর থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত এবং অন্য ২ যাত্রী গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি জানান, ঘটনার সময় তুঘুরিয়া এলাকার লেভেলক্রসিংটি অরক্ষিত ছিল।


কিউ/এএল
 

আর্কাইভ