• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৬:৩৩ পিএম

দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন আয়োজনে মানববন্ধন ও  সমাবেশ করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে আয়োজিত সমাবেশে জেলা আদিবাসী পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রবিদাস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পা রবিদাস, জেলা আদিবাসী ছাত্র পরিষদের আহবায়ক সুরেশ রবিদাস, বিডিইআরএম’র সহ-সভাপতি মনু হরিজন, পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরাল রবিদাস প্রমুখ।

এ সময় বক্তারা জানান, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র ব্যবস্থা করতে হবে। বরাদ্দ বাড়াতে হবে। 

সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। 

সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। দলিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমাণ বাড়াতে হবে।


এএল/

আর্কাইভ