প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৮:৩৯ পিএম
হৃদয়ে সৈয়দপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের উপকণ্ঠে নিয়ামতপুর দেওয়ানীপাড়ায় ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগ যুগ্ম আহ্বায়ক ও সৈয়দপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তফা ফিরোজ। হৃদয়ে সৈয়দপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আকাশ সরকারের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. রুবেল প্রমুখ।
হৃদয়ে সৈয়দপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পৌর শাখার সভাপতি ইমরান নিজাম এর সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শাহরোজ চান রাব্বি, উপদফতর সম্পাদক শাওন রিপন, সমাজসেবা সম্পাদক রোশনী, কোষাধ্যক্ষ সাথী আক্তার, কার্যকরী সদস্য আশা হক, পৌর শাখার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার নদী, কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মেসকাত রহমান হৃদয়, বেলাল, মিরাজ, হিরু, শিখা, মিথুন, সিয়াম, সামীয়ুল, বিপ্লব, সিফাত, আর এ রানা, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার-উল হক, রংপুর পিজিটি’র ডা. এম এ হাই এবং ডা. মো. হৃদয় হোসেন।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এ ছাড়াও একই দিন ওই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এএল/