• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সুন্দরগঞ্জে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৫:০১ পিএম

সুন্দরগঞ্জে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ওষুধ কিনতে গিয়ে ব্যাটারি চালিত অটোবাইকের ধাক্কায় জালিম উদ্দিন মুন্সী (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের বালারছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালিম উদ্দিন মুন্সী ওই ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের মৃত ধনি উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে জালিম উদ্দিন মুন্সী স্থানীয় বালারছিড়া বাজার থেকে ওষুধ কিনতে যায়। ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত দ্রুতগামী একটি অটোবাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে জালিম উদ্দিনের মৃত্যু হয়।

রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পারাপারের সময় জালিম উদ্দিন নামের এক বৃদ্ধ আহত হয়। পরে রংপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।’

 

এএল/

আর্কাইভ