• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সৈয়দপুরে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ১০:০২ পিএম

সৈয়দপুরে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং তার সহধর্মিনী ফারহানা বিনতে আজিজ। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাজাহাদা সরকার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইল। 

উল্লেখ্য, সম্প্রতি নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনা জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ