• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মাগুরায় খুলনা বিভাগীয় রেডক্রিসেন্ট যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০৯:৪২ পিএম

মাগুরায় খুলনা বিভাগীয় রেডক্রিসেন্ট যুব সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

স্বেচ্ছাসেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং একটি মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে শুক্রবার মাগুরায় খুলনা বিভাগীয় রেডক্রিসেন্ট যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিভাগের ১০টি এবং গোপালগঞ্জ জেলার রেডক্রিসেন্টের প্রশিক্ষিত প্রায় ৬শ যুবকদের নিয়ে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব।

মাগুরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, সংসদ সদস্য এরোমা দত্ত, আইএফআরসি এর হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে সহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিটের চেয়ারম্যান ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিভাগীয় এ সমাবেশ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি আন্তর্জাতিক রেডক্রসের সদস্য মনোনিত হওয়ায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাবকে সংবর্ধনা দেয়া হয়।

 

এএল/
 

আর্কাইভ