• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০৪:১২ পিএম

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

রাজশাহী ব্যুরো

দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ ১০ দফা দাবিতে এই ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে ছাড়েনি কোনো পরিবহন। ফলে গন্তব্যে যেতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। শুক্রবারও একই দৃশ্য দেখা যায়।

পরিবহন নেতাদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার ও পুলিশ হয়রানি বন্ধে বারবার বলা হলেও সরকারপক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। 

তবে বিএনপি নেতাদের অভিযোগ, আগামীকাল সমাবেশে বাধা দিতেই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, পথে পথে গাড়িতে তল্লাশি করছে পুলিশ। রাস্তায় গাড়ি আটকে ফেরত পাঠানো হচ্ছে।

 

এআরআই

 

আর্কাইভ