• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দুর্বৃত্তের গুলিতে রাঙামাটিতে নিহত ১

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৮:১৭ পিএম

দুর্বৃত্তের  গুলিতে রাঙামাটিতে নিহত ১

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি সাজেক এলাকায় দুর্বৃত্তের গুলিতে সুকেন চাকমা (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব চাকমা (২২) নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর) সকালে সাজেক ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিউলংকর দাদিপাড়া মিড পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি মেম্বার মোহলাল চাকমা বলেন, এই এলাকাটি জনসংহতি সমিতির (জেএসএস) নিয়ন্ত্রণাধীন। শুনেছি ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) লোকজন মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এসেছিল। পরে আজ সকালে সুকেন ও সজীব মোটরসাইকেল নিয়ে ভাড়ার জন্য বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা ইউপিডিএফ সদস্য মনে করে গুলি করে। এতে সুকেন ঘটনাস্থলে নিহত হন এবং সজীবকে আহত অবস্থায় দীঘিনালা হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, আমি বিষয়টি শুনেছি। তারা রুইলুই ও মাচালং এলাকায় মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে থাকেন। ওই এলাকাটি জেএসএসের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা সম্ভব হয়নি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, ঘটনাটি শুনেছি; সাজেক থানার ওসিসহ পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 

সজিব/এএল

আর্কাইভ