• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কালিগঞ্জে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৪:০৮ এএম

কালিগঞ্জে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

কালিগঞ্জের পল্লীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শারমিন সুলতানা নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সে উপজেলার কুশুলিয়া ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলামের কন্যা।

সূত্রে জানা গেছে, সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষায় ফেল করার সংবাদ শুনে বারবার জ্ঞান হারাতে থাকেন। বিকেল সাড়ে ৪টার দিকে ঘরের আড়ায় রশি লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। এ দৃশ্য মেয়ের মা দেখতে পেয়ে দ্রুত নামিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক রামপদকে দেখান। এ সময়ে তিনি তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে কুশুলিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রমেশ কুমার বিশ্বাস জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬১ জন পাস করেছে, ১ জন ছাত্রী ফেল করেছে, সে এই শারমিন সুলতানা। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হালিমুর রহমান বাবু আত্মহত্যার ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

আইএ/এএল

আর্কাইভ