প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৭:১২ পিএম
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার পাঁচ বছরের শিশু আবু বক্কর সিদ্দিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেইসাথে হত্যাকারী সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ) আদালতের বিচারক সাখাওয়াত হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাব্বির।
পুলিশ জানায়, `পাগল` ডাকায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতেই সিদ্দিককে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন তিনি।
এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকার প্রতিবেশীর বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় সিদ্দিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সাব্বিরকে আটক করা হয়।
জানা গেছে, নিহত সিদ্দিক কান্দিপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে। গ্রেপ্তার সাব্বির একই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, সিদ্দিককে প্রায় সময় ডেকে এনে আব্বা ডাকতে বলতেন সাব্বির। কিন্তু সিদ্দিক তাকে আব্বা না ডেকে পাগল ডাকতো।
প্রায় এক মাস আগে শিশু সিদ্দিক ঢিল মারলে মাথায় আঘাত পান সাব্বির। এরপরই সিদ্দিককে হত্যার পরিকল্পনা করেন তিনি।
শুক্রবার রাতে সবার অগোচরে সিদ্দিককে বাড়িতে ডেকে নিয়ে যান তিনি। পরে সিদ্দিককে গলাকেটে হত্যা করেন সাব্বির। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে ড্রেনে পড়ে থাকা একটি বস্তায় ভরে সিদ্দিকের মরদেহ পাশের বাড়ির টিউবওয়েলের কাছে ফেলে দিয়ে যান।
সজিব/