• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ভয়াবহ অগ্নিকাণ্ড যশোরে আফিল জুট মিলে, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ১০:০৯ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ড যশোরে আফিল জুট মিলে, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার আফিল জুট উইভিং মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আফিল জুট উইভিং মিলস লিমিটেডে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। বেনাপোল ফায়ার স্টেশনের ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) কবির উজ্জামান বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সম্ভবত শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণের পর বোঝা যাবে।

আইএ/এএল

আর্কাইভ