• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ময়মনসিংহে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০৭:০৪ এএম

ময়মনসিংহে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় কাচারী ঘাটে এ মেলার আয়োজন করে ময়মনসিংহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। গ্লোবাল লিংক ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও মেলার উদ্বোধক মোহাম্মদ এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, মেলার আয়োজক এসজেএম আলম প্রমুখ।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার এ মেলায় ১২০টি স্টল এবং শিশুদের জন্য বিভিন্ন রাইটস রয়েছে।

 

এসএই/এএল

 

আর্কাইভ