• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নীলফামারীর নতুন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৬:৩৩ পিএম

নীলফামারীর নতুন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পঙ্কজ ঘোষ। তিনি এর আগে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে নীলফামারীসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ছাড়াও নীলফামারীর বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ