• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রংপুরের নতুন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৭:০৪ এএম

রংপুরের নতুন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন

রংপুরের নতুন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন

হাসান আল সাকিব, রংপুর ব্যুরো

রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. চিত্রলেখা নাজনীন। তিনি এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রংপুরসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

এদিকে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

 

/এএল

আর্কাইভ