• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, ৭ জন মাদকসেবীর সাজা প্রদান

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৪:৫৬ এএম

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, ৭ জন মাদকসেবীর সাজা প্রদান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৩ নভেম্বর) দিনব্যাপী এই  অভিযান চালায় ডিএনসি নীলফামারী জেলা কার্যালয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন ডিএনসি‍‍র এসআই শফিয়ার রহমান, এনামুল হক, এএসআই আতিকুর রহমান, অভিক দাস ও এসিল্যান্ড অফিসের পেসকার আবু সাঈদ। পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
 

মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬ (২০১৮) ধারায় আটক প্রত্যককে দুই শত টাকা জরিমানা এবং ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এর মধ্যে শহরের কয়ানিজপাড়ার জসিম উদ্দিনের ছেলে দুলু (৫২) কে ২ মাস, হাওয়ালদার পাড়ার সাকিলের ছেলে আরিফ (৩০) ও হাতিখানা মহুয়াগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মনির (২২) কে ১ মাস ১৫ দিন করে নিয়ামতপুর মুন্সিপাড়ার হকদার উদ্দিন সরকারের ছেলে মো. শাহনেয়াজ আলী বাবু (৪৭) ও পুুুরাতন মুন্সিপাড়ার ইউসুফ আলীর ছেলে মুরাদকে (২৫) ১ মাস করে এবং কয়ানিজপাড়ার আব্দুর রহিমের ছেলে রশিদুল (২৮) ও একই মহল্লার ফজলুর রহমানের ছেলে মাসুমকে (১৯) ২০ দিন করে  কারাদণ্ড দিয়েছে।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক সেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

এসএই/এএল

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ