প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৪:৪৪ এএম
গাইবান্ধায় বিভিন্ন কোম্পানির মোড়কে পণ্যের নকল উৎপাদন ও বিপণন করার অভিযোগে নিউ বিসমিল্লাহ ফুড নামের একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করে দেয়া হয়।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার কুঠিপাড়ায় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা কৃষি বিপণন অধিদফতরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) শাহ্ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, বিভিন্ন নামী-দামী কোম্পানির মোড়কে পণ্যের নকল উৎপাদন ও বিপণন করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এতে নিউ বিসমিল্লাহ ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএই/এএল