• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৪:৩৫ এএম

গাইবান্ধায় ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে সাইফুল ইসলাম বাবু (৩২) নামের এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর (কারিপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম বাবু ওই গ্রামের রফিকুল ইসলাম কারীর ছেলে।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ জনৈক মুকুল মন্ডলের ইটভাটায় শ্রমিকের কাজ করতো। সাইফুল ইসলাম মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাড়ি থেকে ইটভাটায় কাজের উদ্দেশ্য বের হয়। সকালে বাড়ীর পাশে বাঁশঝাড়ে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তাকে দেখতে পায় স্বজনরা। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সাইফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`সাইফুল ইসলাম নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।‍‍`

 

এসএই

 

 

 

 

আর্কাইভ