• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় ২ শিশুর মৃত‍্যুর অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০২:৫৪ এএম

চিকিৎসকের অবহেলায় ২ শিশুর মৃত‍্যুর অভিযোগ

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনের প্রাইভেট ক্লিনিক ইকরা হাসপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। দুই শিশুর অবস্থার অবনতি হলে ওই ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবদুল্লাহ আল মামুন ও গাইনি চিকিৎসক ডাঃ ফারজানা তাসনীন গুরুতর অবস্থায় দুই শিশুকে গতকাল বুধবার সকালে ও দুপুরে চরফ্যাশন সরকারী হাসপাতালে পাঠালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

বুবধার সকালে জ্বর নিয়ে মুসরাদ নামের ১০ মাস বয়সী শিশুকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসার পথে প্রাইভেট ক্লিনিক ইকরা হাসপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারের দালাল চক্র শিশুর স্বজনদের ভালো চিকিৎসার আস্বাসে ফুসলিয়ে ওই ক্লিনিকে নিয়ে যান। এবং চিকিৎসার নামে নানান পরিক্ষা নিরিক্ষা দেন। এসব পরিক্ষা নিরিক্ষায় দীর্ঘ সময়ক্ষেপন হলে শিশুর অবস্থার অবনতি হয়। এতে শিশুটির অবস্থা সংকাটপন্ন হলে তড়িগড়ি করে ওই প্রাইভেট ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে চরফ্যাশন সরকারী হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শিশু দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের মোশারেফ হোসেনের মেয়ে।

অপরদিকে মঙ্গলবার বিকালে মর্জিনা নামের এক প্রসুতিকে প্রাইভেট ক্লিনিক ইকরা হাসপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে নিয়ে এলে অস্ত্রপাচারের মাধ্যমে পুত্র সন্তান প্রসব হয়। রাত পেরিয়ে সকাল হলে ওই নবজাতকে কোন রকম পরিক্ষা নিরিক্ষা ছাড়াই প্রসুতি মায়ের সাথে রাখেন। বুধবার নবজাতক শিশুটির অবস্থার অবনতি দেখা দিলে কোন রকম চিকিৎসা ছাড়াই শিশুটিকে চরফ্যাশন সরকারী হাসপাতালে পাঠিয়ে দেন। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইকরা হাসপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে কর্তব্যরত চিকিসক ডাঃ আবদুল্লাহ আল মামুন জানান, ওই শিশু মোসরাদকে নিয়ে এলে তিনটি পরিক্ষা দেই। পরিক্ষার রির্পোট পাওয়ার আগেই তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিসার জন্য সরকারী হাসপাতালে পাঠনো হয়েছে।

গাইনি চিকিৎসক ডাঃ ফারজানা তাসনীন জানান, জম্মের পর নবজাতক শিশুর সম্পূর্ন সুস্থ্য ছিলেন। অবহেলার বিষয় সঠিক নয়। শিশুটি জম্মের পরপরই নিমোনিয়ার লক্ষন ছিলো। বুধবার সকালে  শিশুকে চিকিৎসার জন্য সরকারী হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে।

চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা ডাঃ শোভন বসাক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

আইএ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ