• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দামুড়হুদায় চাকা বিস্ফোরিত হয়ে কিশোর নিহত

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১১:০৯ পিএম

দামুড়হুদায় চাকা বিস্ফোরিত হয়ে কিশোর নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ার টিলারের চাকা বিস্ফোরণে আব্দুর রহিম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১ টার দিকে দামুড়হুদার রঘুনাথপুর বাজারে এদূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম দামুড়হুদার হাওলী ইউনিয়নের পুরাতন বাস্তবপুর গ্রামের ফকির উদ্দিনের ছেলে।

দামুড়হুদার হাউলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন জানান, নিহত আব্দুর রহিম বাস্তপুর গ্রামের একটি সাইকেল-ভ্যান মেরামতের দোকানে কাজ করতো। বুধবার দুপুরে সে একটি পাউয়ার টিলারের চাকায় হাওয়া দিচ্ছিল।

এসময় অতিরিক্ত হাওয়ায় চাকাটি বিস্ফোরিত হয়ে মাথায় আঘাত লেগে গুরুত্বর আহত হয়। মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি বলেন, ওই কিশোরের মাথায় আঘাত ছিল। রক্তক্ষরণ হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই মারা গেছে ওই কিশোর।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আইনগত কাজের প্রয়োজনে আমি চুয়াডাঙ্গা আদালতে এসেছি। ঘটনা শুনেছি। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

এসএই

আর্কাইভ