• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১০:৩৪ পিএম

পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানসহ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে বুধবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রথম সভা ও দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। 

সভায় জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সানিউল কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, কাজী মাহামুদুর রহমান ডাবলু, ফারুক আলম টবি, তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিকসহ জেলা পরিষদের নবনির্রাচিত সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এএল/

আর্কাইভ