• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ১শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৮:৪০ পিএম

সিরাজগঞ্জে ১শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ১শ গ্রাম হেরোইনসহ জসিম বাদশা (২৫) এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১২।

বুধবার (২৩ নভেম্বর ) সকালে গণমাধ‍্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার (সিপিএসসি) মো. আবুল হাসেম সবুজ জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কের রাধানগর গ্রামস্থ কোরিয়া বাংলা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির সামনে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি মো. জসিম ওরফে বাদশা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আচুয়া সিএন্ডবি গ্রামের মৃত মজিবুর শেখ এর ছেলে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এএল/

আর্কাইভ