• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা পরিচয়ে চাকরির সুপারিশ, প্রতারক আটক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৬:০৮ এএম

প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা পরিচয়ে চাকরির সুপারিশ, প্রতারক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা পরিচয়ে মুঠোফোনে জেলা প্রশাসককে চাকরির সুপারিশ করার অভিযোগে কুড়িগ্রামের এক প্রতারককে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত প্রতারক মমিনুল ইসলাম, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব-রামখানা চৌধুরীটারি গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ চলাকালে প্রধানমন্ত্রীর দফতরের পরিচালক পরিচয়ে নীলফামারী জেলা প্রশাসককে মুঠোফোনে এক পরীক্ষার্থীর বিষয়ে সুপারিশ করেন মমিনুল। 

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে, পুলিশ তার অবস্থান শনাক্ত করে আটক করে। এ ঘটনায় নীলফামারী থানায় মামলা প্রক্রিয়াধীন ।

 

এসএ/এএল

 

আর্কাইভ