• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরায় জাতীয় পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ০৯:৩৩ পিএম

মাগুরায় জাতীয় পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা জাতীয় পার্টি মাগুরা প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক মোছা. সেলিনা হাসান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, জাপা নেতা সর্দার আব্দুর রশিদ, শালিখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান, মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মুরাদ আলী, জাপা নেতা মো. ফসিয়ার রহমান, মো. ইলাহি মোল্লা, মো. হানিফ মোল্লা জেলা যুব সংহতির আহ্বায়ক, মো. শিপন মোল্লা, সদস্য সচিব মো. রেজাউল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি এম. রিফাত হোসেন, জাপা নেতা মো. ইলিয়াস মোল্যা, মো. বায়েজিদ শেখ প্রমুখ।
এ সময় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি জানান।

এএল/

আর্কাইভ