• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জুড়ীতে ফেন্সিডিল-ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ০৯:০৮ পিএম

জুড়ীতে ফেন্সিডিল-ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার এসআই মো: মহসিন তালুকদার ও এএসআই কামাল হোসেন উপজেলার দক্ষিণ সাগরনালে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেন। আটককৃত যুবকের নাম কামরুল ইসলাম। 

এ সময় পুলিশ কামরুল ইসলামের ঘর তল্লাশি করে একটি পলিথিনে মোড়ানো ২৫ পিছ ইয়াবা ও তার ঘর সংলগ্ন বাথরুম থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। জুড়ী থানার এসআই মো: মহসিন তালুকদার জানান, মাদকসহ গ্রেফতারকৃত কামরুল ইসলামের বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এএল/

আর্কাইভ