• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সৈয়দপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ১২:০১ এএম

সৈয়দপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে পশুখাদ্যের দোকানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম।
 

ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের বঙ্গবন্ধু সড়কের শুভ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠনে অনুমোদনছাড়াই পশুর ওষুধ বিক্রি এবং ওষুধ ও পশুখাদ্য একসাথে বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া বঙ্গবন্ধু চত্বরের হাসান মোল্লা মিলে অনুমোদনহীন পশুখাদ্য তৈরির অভিযোগে মালিকের ৩ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।
 

ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ