প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ১০:৩৫ পিএম
পঞ্চগড়ের বোদায় উপজেলা অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার বিভন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল আনুষ্ঠানিবভাবে জাতিয় পতাকা ও সশস্ত্রবাহিনীর পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রীড়ানুষ্ঠান।
দিবসটি উপলক্ষে সকালে বোদা বাইপাস মোড়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত সকল শহীদ, স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা, ৫২’র ভাষা আন্দোলন নিহত শহীদ ও প্রয়াত সশস্ত্রবাহিনীর সকল সদস্যেরে আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বোদা উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,সমিতির উপদেষ্টা অবসর প্রাপ্ত লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নূর-ই আলম সিদ্দিক, বোদা থানার ওসি তদন্ত মামুন অর রশিদ, বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা বক্তব্য রাখেন। এর পর অবসরপ্রাপ্ত সৈনিকদের পরিবারের সদস্যদের অংশ গ্রহনে নানা খেলা ধুলার আয়োজন করা হয়। দিবসের অনুষ্ঠানে বোদা উপজেলার ২৫০ জন অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
এসএই/এএল