• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৯:৫৮ পিএম

ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি

পর্যটকদের মারধরের অভিযোগে জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল (৩০) ও তার  সহযোগী সুমন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় আজ দুপুরে পর্যটক সাদিকুর রহমান বাদী হয়ে সাদ্দাম মাল সহ ৮ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাদ্দাম মাল ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয় হন।

পুলিশ জানায়, বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া এলাকার পর্যটক সাদিকুর গতকাল রাত দশটার দিকে কুয়াকাটার একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় ওই স্থানে অভিনেতা সাদ্দাম মাল ও তার সহযোগীরা আসেন। এক পর্যায়ে সাদিকুর ও তার সঙ্গে থাকা অন্য পর্যটকরা সাদ্দাম মালের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। পরে সাদ্দাম মাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওই পর্যটকদের সঙ্গে অসদাচারন এবং মারধর করেন। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, সাদ্দাম মাল ও তার সহযোগীকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

এসএই

আর্কাইভ