• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুড়িগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৯:৫৫ পিএম

কুড়িগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

কুড়িগ্রাম প্রতিনিধি

ঘটনাটি ঘটেছে, সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব অংশের চর বলদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত শাখাতুল্লাহর (ঘেগু শাহ) পুত্র আজিজুল হক (৫৫) ও ফজল হক (৬৫) দুই ভাই পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন । ২-৩ দিন পূর্বে ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। বিষয়টি তিনি বড় ভাই ফজল হক ও দুই পুত্রকে জানিয়ে অভিযোগ করেন যে, টাকাটা কে নিয়েছে? তোমরা তো পাশাপাশি বাড়িতে থাকো। এ বিষয়ে সালিশ বৈঠকের কথাও তিনি বলেছিলেন।

এমতাবস্থায় সোমবার সকালে ছোট ভাই আজিজুল হক তার নিজের ধান ক্ষেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী, দুই পুত্র সোহেল (৩৫), রতন (২৪) এক পুত্রবধূ মিলে মারধর শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক নিহত হয়। ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

পরে ভুরুঙ্গামারী থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া জানান, বিষয়টি পারিবারিক টাকা পয়সা সংক্রান্ত বলে জানতে পেরেছি, সেটা নিয়ে আজকে আজিজুল হক ধান কাটা অবস্থায় তাকে মারধর করে বড় ভাইয়ের পরিবার এবং ঘটনাস্থলে নিহত হলে পরে ভুরুঙ্গামারী থানার ওসি, ওসিসহ (তদন্ত) পুলিশ এসে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়েছে, ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আসামিদের কাউকে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এএল/

আর্কাইভ