• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০১:৩০ এএম

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুতের খুঁটিতে সঙ্গে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজ্জাদ (১৯) নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকার চাঁন মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত শামীম পৌর শহরের ষোলহাসিয়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। আহত সাজ্জাত একই এলাকার শামছুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ও সাজ্জাদ আজেন্টিনার সমর্থক। ঘটনার সময় রেলওয়ে স্টেশন এলাকার চাঁন মিয়া মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে ওঠেন তারা। এসময় অসাবধানতাবশত দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনিংহ মেডিোকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, পরিবারের দাবি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। 

 

এসএই

 

আর্কাইভ