প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১১:৪৮ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে কক্সবাজার থেকে ইয়াবা বিক্রি করতে এসে ১৬৫০ পিস ইয়াবা ও নগদ ১৪ হাজার টাকাসহ ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ।
রবিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নে কালা আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের কুতুবপালং ৭ ও ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রবিউল আলমের ছেলে মো. রফিক (৩৮) মৃত আব্দুল শক্কুরের মেয়ে সেতারা বেগম (৫০) ও আব্দুল করিমের ছেলে নুর কবির (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট সংলগ্ন কলোনীর রাস্তার মাথা নামক স্থানে কালা আজাদের বাড়িতে অভিযান চালায় চর জব্বর থানা পুলিশ। এসময় নগদ ১৪ হাজার টাকা এবং ১৬৫০ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের সময় কালা আজাদকে বাড়িতে পাওয়া যায়নি। আসামিদের আজ দুপুরে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়।
এসএই