• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১১:১৩ পিএম

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আম বাগান থেকে ২০ পুড়িয়া হেরোইনসহ রহমতুল্লাহ আল-আমিন ওরফে শিপন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ থেকে তাকে গ্রেফতার করা হয়। রহমতুল্লাহ আল-আমিন ওরফে শিপন সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহবাজ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের সরকার পাড়া এলাকার একটি আম বাগান থেকে ২০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী রহমতুল্লাহ আল-আমিন ওরফে শিপনকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`২০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।‍‍`

 

এসএই

 

আর্কাইভ