• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১০:৫৬ পিএম

মাগুরায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে রবিবার দিনব্যাপী মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহাদাত হোসেন মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা মুক্তিযাদ্ধা কমান্ডার জহুর-ই-আলম প্রমুখ।

মেলায় ২০টি স্টল উপজেলার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে তথ্য প্রযুক্তি বিভিন্ন উদ্ভাবনী,সরকারি সেবার বিভিন্ন দিক ও ডিজিটাল সেবার উন্নয়ন বিষয়ক নানা কার্যক্রম তুলে ধরা হয়। মাগুরা সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। 

 

এসএই

 

 

 

 

 

     

আর্কাইভ