প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১০:৫০ পিএম
জয়পুরহাট জেলার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের প্রফেসর পাড়াস্থ মাতৃভূমি আটিজম একাডেমী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবুজ আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব তাহরীম আল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সবুজ আন্দোলনের পরিচালক পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। এ সময় তিনি বলেন, পরিবেশ উন্নয়নে দেশের নদীগুলোর বাঁধে গাছ লেগে আয় করা সম্ভব।
তিনি বলেন, প্রতিবছরসাসটেনেবল গোল্ড সামনে রেখে কাজ করছে এই সংগঠন। এ সংগঠন রাজনৈতিক দল হিসেবে কখনো রূপ নিবে না। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সবুজ আন্দোলনের পরিচালক অধ্যক্ষ নাদিয়া নুর তনু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জয়পুরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র নন্দলাল পার্শী, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর পাপিয়া বারিক, মাতৃভূমি আটিজম একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি তিতাস মোস্তফা, জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নুরে আলম হোসেন প্রমুখ।
পরে মাতৃভূমি আটিজম একাডেমী প্রঙ্গণে ২০টি ফলজ ও ঔষধী গাছ রোপণ করা হয়।
কিউ/এসএই