• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রংপুর সিটি নির্বাচনে এ্যাড. রাজুকে নৌকার  প্রার্থী হওয়ার দাবি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৬:১৩ পিএম

রংপুর সিটি নির্বাচনে এ্যাড. রাজুকে নৌকার  প্রার্থী হওয়ার দাবি

রংপুর ব্যুরো

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী হতে দাবি তুলেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তবে আরেকটি অংশ দাবি তুলেন সিটি মেয়র নয় রংপুর -১ আসনে সংসদ সদস্য নির্বাচন করার।

দীর্ঘ ১৪ মাস পর গতকাল শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ দাবি তুলেন নেতৃবৃন্দ। 

দলীয় সূত্রে জানা যায়, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় বেশকিছুর এজেন্ডার সিটি নির্বাচন ছিল। বিষয়টি উত্থাপন হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত দলীয় নেতাকর্মীর একটি বড় অংশ দাবি তুলেন আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.রেজাউল করিম রাজু।তাঁরা বলেন,রংপুর সিটি করপোরেশন আওয়ামী লীগের দখলে নিতে প্রয়োজন একজন দক্ষ ও গ্রহণযোগ্য প্রার্থী।আর সেটি সম্ভব না হলে মেয়র পদটি আওয়ামী লীগের দখলে নেয়া সম্ভব হবে না।এদিকে উপস্থিত দলীয় নেতাকর্মীদের আরেকটি অংশ দাবি তুলেন সিটি নির্বাচন নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -১ আসনে সংসদ  সদস্য  প্রার্থী হওয়ার। 

জেলা আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম জানান, স্বাধীনতার পর থেকে আমরা রংপুর -১ আসন বাসী নৌকা মার্কার প্রার্থী পাই নি।ফলে আমরা দীর্ঘ সময় থেকে জননেত্রী শেখ হাসিনার কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। তাই গঙ্গাচড়ার মানুষ এবার এক হয়েছে। আমরা চাই আগামী সাংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ভাই এই আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করুন। 

জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক-ঊল আলম কল্লোল জানান,সাধারণ সভায় আসন্ন সিটি নির্বাচন নিয়ে কথা উঠলে সকল নেতাকর্মী মতামত দিয়ে দাবি করেছেন সিটি করপোরেশন এর যোগ্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাই তাকে নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হয়ে  অংশ নিতে আমরা অনুরোধ করেছি।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব বলেন,আমাদের দীর্ঘ দিনের চাওয়া পাওয়া আমাদের নেতা এ্যাড. রেজাউল করিম রাজু স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণ করুক। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকার যোগ্য মাঝি তিনি। জাতীয় পার্টির দখল থেকে মেয়র পদটি নিতে হলে তাঁর মতো দক্ষ নেতার প্রয়োজন।এছাড়াও আমরা রংপুর সিটি করপোরেশন বাসী পরিকল্পিত উন্নয়ন চাই,আর এই পরিকল্পিত উন্নয়ন শুধু মাত্র সম্ভব রাজু ভাইয়ের মতো যোগ্য নগর পিতা দ্বারা।

এদিকে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বরাবরের মতো বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে আমার কখনও চিন্তাভাবনা ছিলো না।তবে আমাদের রাজনৈতিক অভিভাবক দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে কোন দায়িত্ব দিলে মাথা পেতে নেবো।

 

এসএই

 

আর্কাইভ