• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৮:৪৪ পিএম

বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

‘যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বারবার নৌকা মার্কায় ভোট দিন, এই স্লোগান নিয়ে বঙ্গবন্ধু পরিষদ মাগুরা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যক্ষ বশীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক কর্নেল (অব:) কাজী শরীফ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। 

এর আগে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্যসহ নবগঠিত কমিটির সদস্যরা।

 

এসএই/এএল

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ