• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকের আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৬:৫৭ এএম

২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকের আনন্দ শোভাযাত্রা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছে। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত হয়। শুক্রবার  (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে বাগেরহাট শহরের রেলরোড এলাকা থেকে র‌্য্লাী টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রোলরোডে শেষ হয়। এতে প্রায় দুই হাজার আর্জেন্টিনা ভক্ত অংশ নেয়।

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর প্রধান মো. রাজু আহমেদ জানান, আগামী ২২ তারিখ আর্জেন্টিনা দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ শোভাযাত্রা করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। তিনি বলেন, এ বিশ্বকাপে আর্জেন্টিনা নিজ যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বকাপে চ্যম্পিয়ান হবে।  
২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এ আসরে ৩২ দল অংশ নেবে। শোভাযাত্রায় উপস্থিত আর্জেটিনা ভক্তরা বলছেন, মেসিকে নিয়ে অন্য রকম ভালোবাসা কাজ করে। মেসি এবার বিশ্বকাপ জিতবে বলে আশা করছি। আমারা নেচে গেয়ে আজ আনন্দ উল্লাস করছি। জেলার আর্জেন্টাইন সমর্থকদের হর্ষধ্বনিতে মুখর হয় শহরের রাস্তা  আর্জেন্টিনার  পতাকা, ব্যানার, বাশি, প্রিয় দলের জার্সি পরে আনন্দ মিছিলে অংশ নেয় শতশত সমর্থক। ফুটবল বিশ্বকাপ এলেই আনন্দে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকরা। কাতার বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। র‌্যালি শেষে বিশ্বকাপের সব খেলা রেল রোড সহ শহরের বিভিন্ন জায়গায় দেখান হবে বলে জানায় আয়োজকরা।

 

এসএই/এএল

 

 


 


 

আর্কাইভ