• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৫:৪৩ এএম

জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি

জাতীয় পাটির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস‌্য গোলাম মোহাম্মদ কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা জাতীয় পাটি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিশন মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাপা সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন, আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, মাহাতাব হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নজরুল ইসৱাম বাদশাসহ অনেকে। বিক্ষোভ সমাবেশে জাতিয় পাটির সব নেতাকমীরা অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে জিএম কাদেরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।

 

এসএই

 

 

আর্কাইভ