• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দিনাজপুরে ইয়াবাসহ দেবর-ভাবি গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৪:১২ এএম

দিনাজপুরে ইয়াবাসহ দেবর-ভাবি গ্রেফতার

সিটি নিউজ ডেস্ক

 দিনাজপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দেবর ও ভাবিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের ফুলবাড়ী বাস স্ট্যান্ডে চিশতিয়া পরিবহনের একটি বাস থেকে তাদেরকে আটক করা হয়। পরে থানায় মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার দেবর-ভাবি হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মাহাবুল ইসলাম (৩৮) ও জেলার বিরামপুর উপজেলার কাটলা হরিহরপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী পারুল বিবি (৪২)।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, বিরামপুর থেকে মাদক নিয়ে দিনাজপুরে বিক্রির জন্য আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করে তাদের থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়। সম্পর্কে তারা দেবর-ভাবি হন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

আইএ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ