• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

এসিল্যান্ডকে ছুরিকাঘাত, ১ ব্যবসায়ীসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০২:৪৬ এএম

এসিল্যান্ডকে ছুরিকাঘাত, ১ ব্যবসায়ীসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

সাভার প্রতিনিধি

কামরুল হাসান রুবেল, সাভারের সিএন্ডবি এলাকায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিককে (৩৪) ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চারটি সুইচ গিয়ার চাকু ও ছিনতাই করা মানিব্যাগটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

বুধবার (১৬ নভেম্বর) রাতে সাভার ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের মো. ছাত্তারের ছেলে মো. নাঈম (২০), রাজধানীর ভাসানটেক থানার পশ্চিম ভাসানটেক গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. কামরুল হাসান (২২), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লিরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০) ও পাবনা জেলার বেড়া থানার ছোট পায়না গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. আরমান (২১) ও মোবাইল বিক্রেতা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খালশি গ্রামের আজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৫)। তারা সবাই সাভারের আশেপাশে থেকে রাতে ছিনতাই করে বেড়াতেন। তাদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান,ম্যাজিস্ট্রেট পরিচয় জানার পরই ছিনতাইকারীরা তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রাখা হয়েছিলো বলেও জানান তিনি। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত ৫ জন এবং মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানিকেও গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে অ্যাসিল্যান্ডের ছিনতাই করা মানিব্যাগ ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে সবাই মাদকসেবী। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা রয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার ১৪ নভেম্বর বিকেলে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পরেন তিনি। এসময় ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত হলে পুলিশ উদ্ধার করে এনাম হাসপাতালে ভর্তি করেন।

 

এসএই

আর্কাইভ