প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৯:৪৬ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ। ছোট আকারের বিভিন্ন প্রজাতির এসব মাছ সবই মৃত। সৈকতের লাবনী পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত মাছে মাছে ছেয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে জোয়ারের তোড়ে এসব মরা মাছ কূলে ভেসে আসে।
জানা গেছে, সকালে কূলের কাছেই দুটি বোট জাল বসিয়ে মাছ ধরছিলেন জেলেরা। মাছের বড় একটি ঝাঁক এসে জাল ছিঁড়ে ফেলে। পরে জালসহ কূলে ভেসে আসে ঝাঁকে ঝাঁকে ছোটো আকারের মাছ। এই মৃত মাছ দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে।
কেউ বলছেন, ট্রলিং জাহাজ থেকে ছোট মাছগুলো ফেলে দেয়ায় কূলে ভেসে এসেছে। আবার কেউ কেউ এর কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
ওয়ার্ল্ডফিশের সহযোগী গবেষক আরিফুল ইসলাম বলেন, এখনই এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই। এটি নিয়ে আগে গবেষণার দরকার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, এটি একটি ব্যতিক্রম ঘটনা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে সেটি গবেষণা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
এর আগে গত কয়েক মাসের ব্যবধানে কয়েক দফায় সাগরে ভেসে এসেছিল অসংখ্য জেলিফিশ। এর আগে সমুদ্র সৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।
আইএ/এএল