• ঢাকা রবিবার
    ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নল‌ছি‌টিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৮:৪০ পিএম

নল‌ছি‌টিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টির ৩নং কুলকা‌ঠি ইউ‌নিয়নের প্রায় কয়েকশ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।

১৭ নভেম্বর বৃহস্প‌তিবার সকাল ৯টা থেকে নল‌ছি‌টি উপজেলার ৩নং কুলকা‌ঠি ইউনিয়নের তৌকা‌ঠি গ্রামের মরহুম আলী হোসেন ফ‌কিরের খানকাহ্ মাঠ প্রাঙ্গণে হয়রতপুর তৌকা‌ঠি দা‌খিল মাদ্রাসার সভাপ‌তি মো. সরওয়ার হোসেন স্বপন মোল্লার প‌রিচালনায় ফিরোজা আমু ফাউ‌ন্ডেশ‌ন এর অর্থায়নে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রধান করেন ঝালকা‌ঠির সাংসদ ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আ‌মির হোসেন আমু ।

উক্ত অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছিলেন ঝালকা‌ঠি জেলা আওয়া‌মী লী‌গের সভাপ‌তি সর্দার শাহ আলম, জেলা আওয়া‌মী লী‌গের সাধারণ সম্পাদক ও জেলা প‌রিষদ সভাপ‌তি অ্যাডভোকেট খান সাইফুল্লাহ্ প‌নির, নল‌ছি‌টি উপজেলা প‌রিষদ চেয়ারম‌্যান বীর মু‌ক্তিযোদ্ধা মো. সি‌দ্দিকুর রহমান, জেলা পু‌লিশ সুপার (অ‌তি‌রিক্ত) প্রশান্ত কুমার দে, কুলকা‌ঠি ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মো. আকতারুজ্জামান বাচ্চুসহ জেলা উপজেলার অন‌্যান‌্য নেতৃ‌বিন্দ ।

এ সময় ওই ইউনিয়নের প্রায় কয়েকশ নারী, পুরুষ, শিশু, গর্ভবর্তী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে প্রেস‌ক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয়। যেখানো অংশগ্রহণ করেছেন বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ অনেক চিকিৎসকগণ। বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষধ পাওয়ায় ও বিশেষঞ্চ চিকিৎসক দেখাতে পেরে সমাজের অসহায় ও হত দরিদ্র মানুষরা হাসি মুখে বাড়ি ফিরে যায়।

 

এসএই/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ