• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মহিপুরে দুর্যোগ প্রস্তুতিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৮:৩৮ পিএম

মহিপুরে দুর্যোগ প্রস্তুতিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুয়াকাটা প্রতিনিধি

বেসরকারি সংস্থা গুড নেইবারর্স বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতিমূলক ক্যাম্পেইন ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৎস্য বন্দর মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর সালেহিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান হয়।

এ সময় সংস্থার ম্যানেজার মি. দিপক কুমার দাস‍‍’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. আবুবকর সিদ্দিক, উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান,  উপজেলা সমবায় কর্মকর্তা ফরিদ আহাম্মেদ, মহিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান   মো. জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী ও বর্তমান সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ। 

সভায় বক্তারা দুর্যোগকালীন জেলেদেরকে সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করেন, এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা সংকেত অনুপাতে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়াসহ, পানি ও শুকনা খাবার সংগ্রহে রাখার পরামর্শ দেন।

 

 

এসএই/এএল

 

আর্কাইভ