প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৮:২২ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ আবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৬ নভেম্বর ) রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল হোসেন উপজেলার ছোট ভেটখালী গ্রামের কেরামত গাজীর ছেলে।
স্থানীয় আবদুল হালিম জানান, আবুল হোসেন যতীন্দ্রনগরের হরিণের শিকারী ইউনুস গাজীর কাছ থেকে একটি জবাইকৃত হরিণ ক্রয় করে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের সদস্যরা হরিণের মাংসসহ তাকে আটক করে নিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পরে বনবিভাগের সদস্যরা হরিণের মাংসসহ তাকে আটক করে নিয়ে যায়। স্থানীয়রা বনবিভাগকে অবহিত করলে বনবিভাগের সদস্যরা ১০ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করে নিয়ে যায়।
আটক আবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএই/এএল