• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু গ্রেফতfর

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৭:৪৬ পিএম

গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু গ্রেফতfর

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু ফেরদৌস হোসেনুক (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিশির মোড় এলাকায় এ ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।

গ্রেফতারকৃত ফেরদৌস হোসেন জেলার সদর থানার বেল আমলা গ্রামের মৃত আব্দুল জাবদুলের ছেলে বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ ওই গৃহবধূকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাবসহ আজেবাজে কথাবার্তা বলে আসছিল খালু। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট পৌরসভার নিশির মোড়ে ওই গৃহবধূর বাড়িতে বেড়াতে আসে খালু ফেরদৌস হোসেন। ওই গৃহবধূর ছোট শিশু বাচ্চাকে কোলে নিয়ে মিষ্টি খেতে দেয়। তখন খালুর কোল হতে গৃহবধূ ছেলেকে নিতে গেলে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই সময় গৃহবধূ চিৎকার করলে পালিয়ে যায় ফেরদৌস। এ সময় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল করে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে। পরে ওই গৃহবধূ থানায় মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এসএই /এএল/কিউ

 

আর্কাইভ