• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিঠার দোকানে, ব্যবসায়ী নিহত

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৭:৩৭ পিএম

অটোরিকশা  নিয়ন্ত্রণ হারিয়ে পিঠার দোকানে, ব্যবসায়ী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিঠার দোকানে ঢুকে পড়ায় ফজলু মিয়া (৪৫) নামে একজন পিঠা বিক্রেতা নিহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক সড়কের ত্রিমোহনী বাজার এলাকায়।  

নিহত ফজলু মিয়া সদরের বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজলু মিয়া প্রতিদিনের মতো ত্রিমোহনী বাজারে শীতকালীন ভাপা পিঠার দোকান দিয়ে পিঠা বিক্রি করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ভাপা পিঠার দোকানের ওপর উঠে যায়। এ সময় পিঠা বিক্রেতা ফজলু মিয়া গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফজলু মিয়ার পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অটোরিকশা চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

এসএই/এএল

 

আর্কাইভ