• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৪:১৭ এএম

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক

মাগুরা প্রতিনিধি

ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে যে কটূক্তি করে পোস্ট করার অপরাধে তন্ময় বিশ্বাস (২৫) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আটককৃত যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়। তন্ময় বিশ্বাস মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের কাঠমিস্ত্রী রঞ্জন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী লুৎফর ফকিরের মোবাইল ফোন, তার দোকান থেকে ব্যবহারকৃত বাটন ফোনটি হারিয়ে যায়। পরে ওই মোবাইল থেকে সিম কার্ড বের করে তন্ময় বিশ্বাস তার নিজের মোবাইলে ঢুকিয়ে লুৎফর ফকিরের ছেলে মো. তাসিমের ফেসবুক আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরবর্তীতে তন্ময় সেই ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করে।

এ ঘটনা জানাজানি হলে ফেসবুক আইডির প্রকৃত মালিক মো. তাসিম মুহাম্মদপুর থানায় গিয়ে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ তাসিমের মাধ্যমে বিস্তারিত ঘটনা অভিযান পরিচালনা করে তন্ময় বিশ্বাসকে আটক করে।

এসব বিষয়ে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায় এই প্রতিবেদককে বলেন, ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টকারী যুবক তন্ময় বিশ্বাসকে আটক করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

 

এসএই

 

 

আর্কাইভ