• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৩:২৮ এএম

পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পুলিশ সুপার আন্ত:জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এ্যাড. সামছুল দুদু এর সহধর্মিণী মেহের নিহার শিউলী, জেলা জজ কোর্টের বিজ্ঞ জিপি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এম মামুন খান চিশতী, জেলা আ. লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নন্দলাল পার্শী, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু প্রমুখ।

এদিন স্বাগতিক জয়পুরহাট জেলা বনাম সিরাজগঞ্জ জেলা ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলায় ১-০ গোলে জয়পুরহাট জেলা সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে প্রথম সেমিফাইনালে চলে যান।

এছাড়াও ছয়টি দল পাবনা বনাম দিনাজপুর জেলা ১৭ নভেম্বর, নাটোর বনাম বগুড়া জেলা ১৮ নভেম্বর, রাজশাহী বনাম রংপুর জেলা ২০ নভেম্বর ফুটবল দল অংশগ্রহণ করবেন। আগামী ২৫ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

 

এসএই

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ