• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বান্দরবানের তুমব্রু সীমান্তে সংঘর্ষ, ডিজিএফআই কর্মকর্তা নিহত

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০৪:১৮ পিএম

বান্দরবানের তুমব্রু সীমান্তে সংঘর্ষ, ডিজিএফআই কর্মকর্তা নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের তুমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে ইয়াবা কারবারিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ডিজিএফআইয়ের (বিমানবাহিনীর) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের একজন সদস্য।

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের ঘুমধুমের তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। এ সময় মাদক চোরাচালানকারিদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হয়েছেন। এ ছাড়া আহত হন  র‍্যাবের একজন সদস্য।

এদিকে, একই  ঘটনায় রোহিঙ্গা এক নারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম।

এআরআই/এএল

আর্কাইভ