প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৯:২৮ পিএম
পাবনার আটঘরিয়া থানা এলাকার আত্মসমর্পনকৃত সর্বহারা নেতা চাঞ্চল্যকার মুসা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।এ সময় ৪ টি অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার সহ ৫ জন পূর্ব বাংলা সর্বহারা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীর নির্দেশনায় ও তত্ত্বাবধানে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডে সরাসরি জড়িত আসামীদের সনাক্ত করে জেলা ডিবি ও আটঘরিয়া থানা পুলিশের একটি যৌথ দল।
সোমবার (১৪ই নভেম্বর) রাত ৩ টার দিকে জেলার আতাইকুলা এলাকার ফারাদপুর নতুন পাড়ার মো. নাহিদের বাড়িতে (সর্বহারাদের আস্তানা) এক দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ন অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে সর্বহারাদের নিকট থেকে উদ্ধারকৃত ৪ টি অস্ত্রই ফুল লোডেড ছিল এবং পুলিশের উপর গুলি করারও চেষ্টা করেছিল কিন্তু ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং তার টিমের সদস্যদের উপস্থিত বুদ্ধি, সাহসিকতা ও কৌশলের কারণে কোন অঘটন ছাড়াই এই ঝুঁকিপূর্ন অভিযানটি সম্পূর্ণ করে আসামীদের আটক করেন।
আটককৃতরা হলেন, চাটমোহর থানা এলাকার আব্দুল হাই ওরফে সামাদের ছেলে সাইফুল ইসলাম সিরাজ (২৫)। আটঘরিয়া থানা এলাকার নগরচাচকিয়া উত্তর পাড়া গ্রামের নায়েব আলীর ছেলে একরাম হোসেন (২৫) এর বিরুদ্ধে বিরুদ্ধে অস্ত্র, হত্যা চেষ্টাসহ মোট ৩ টি মামলা রয়েছে। রাজবাড়ী সদর থানার চরভরাট এলাকার আজিজুল ওরফে আয়নাল প্রামাণিকের ছেলে জালাল প্রামাণিক (২৮) এর বিরুদ্ধে হত্যা,অস্ত্রসহ মোট ৫ টি মামলা রয়েছে। আমিনপুর থানা এলাকার চরদুর্গাপুর এলাকার কোরবান ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম শোহাইব (২৫)এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র এবং হত্যা চেষ্টাসহ মোট ৪ টি মামলা রয়েছে। আতাইকুলা থানা এলাকার ফারাতপুর গ্রামের গফুর প্রামাণিকের ছেলে নাহিদুল ইসলাম ওরফে শাকিল( ১৯)এর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী প্রেস ব্রিফিংয়ে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডে সরাসরি জড়িত আসামীদের সনাক্ত করে জেলা ডিবি ও আটঘরিয়া থানা পুলিশের একটি যৌথ দল। সে সময় তাদের কাজ থেকে অত্যাধুনিক, বিদেশী পিস্তল 7.65mm, ১টি বিদেশী পিস্তল 7.65mm এর ম্যাগাজিন-১টি, বিদেশী পিস্তল 7.65mm এর তাজা কার্তুজ-১ রাউন্ড, ওয়ান শুটার গান- ১ টি, বিদেশী এসএমসি সাব-মেশিন কার্বাইন-১ টি, বিদেশী এসএম সি সাব-মেশিন কার্বাইন এর ম্যাগাজিন- ২টি,বিদেশী এসএম সি সাব-মেশিন কার্বাইন এর তাজা কার্তুজ- 9mm ১৫ রাউন্ড,একটি শর্টগান,বারো বোরের তাজা কার্তুজ-৩২ রাউন্ড এবং তাদের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক তদন্তে জানা যায় যে, আসামীগণ পূর্ব বাংলা-সর্বহারা- মাওবাদী বলশেভিক পূনর্গঠন আন্দোলনের (পিবিএসপি- এমবিআরএম) এর সশস্ত্র ও প্রশিক্ষিত সদস্য। উক্ত গ্রুপ রাজবাড়ি ও পাবনার ঢালারচর, সাগরকান্দি, সাদুল্লাপুর, ভাড়ারা, একদন্তের প্রত্যন্ত এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টায় লিপ্ত। ইতোপূর্বে এই গ্রুপের (এম বি আর এম) সদস্যগণের হাতে সাবেক সর্বহারা সদস্য ভাড়ারার আমিরুল, সাদুল্লাপুরের বিল্লাল মিশৌরী, ঢালারচরের আক্কাস নিহত হয় বলে জানা যায়।
এসএই