• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেরপুরে মাতাল শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৮:২২ এএম

শেরপুরে মাতাল শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে মদ খেয়ে মাতাল শ্যালক উৎসব মারাকের (২১) পাথর ভাঙার হাতুড়ের আঘাতে মাতাল ভগ্নিপতি আলবার্ট দাওয়া (৪০) খুন হয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শ্যালক উৎসবকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আলবার্ট দাওয়াসহ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অন্য কয়েকজন এক সাথে চুলাই মদ খেয়ে বাড়ি ফিরছিল। 

এসময় শ্যালক উৎসব মারাকের বাড়িতে এলে উভয়ের মধ্যে কোন একটি বিষয় নিয়ে প্রথমে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উৎসব মারাক তার ঘরে থাকা পাথর ভাঙার হাতুড়ি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করে। পরে  স্বজন ও আশপাশের লোকজন এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলবার্ট দাওয়াকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনার পর পরই থানা পুলিশ অভিযান চালিয়ে উৎসবকে আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএই

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ